--------------//--

চারিদিকে হৈ চৈ সুর
বাজে মোর কানে ;
               বধু বলে বলতো দেখি-
              ভালবাসা দিবস মানে ?

আমি বলি শোন বধু
এসব দিয়ে হবে কি ?
                ভালবাসা মিছে আশা
                এ ছাড়া আর বৈ-কি ।

দিবস আসে দিবস যায়
জীবনে শত শত ;
            সুখে-দুখে অতিবাহিত হয়
                         সে তার মত ।

সুখে-দুখে মানব জীবন
সুখী-জনা খুঁজে সুখ ;
               দুখী-জনা সুখের আশায়
             চোখের জলে ভাসায় বুক ।

ভালবাসা দিবস মানে
জানে সেই জন ;
                 দিন-আনতে পান্তা পুড়ে
                            নিরব ক্রুন্ধন ।

ভালবাসা দিবস হবে
সুন্দর পূর্ন-কর্মময় ;
                      ভালবেসে পরস্পরে
                সুন্দর জীবন গড়তে হয় ।।

--------//--------

রচনাকাল:- ১১ ই ফেব্রুয়ারি ; ২০১৮
    সময় :- ২ঘটিকা ( রাত )
        নিউকাসল ; ইংল্যান্ড !