-------------------//---
ভালোবাসি শীতের সকাল
পাখি জাগা ভোর ;
ভালোবাসি কমল গায়ে
ঝলক মাখা রোদ ।
ভালোবাসি স্নিগ্ধ ভোরে
প্রভাত ফেরি শেষে ;
চুমুক দিয়ে গরম চা-তে
ভাজা মুড়ি মিশে ।
ভালোবাসি দোয়েল-কোয়েল
পাক্-পাখালির গান ;
ভালোবাসি ভেসে আসা
মোয়াজ্জিনের আজান ।
ভালোবাসি শিশির কণার
বিন্দু বিন্দু জল ;
দূর্বা-ঘাঁসে সূর্যের আলোয়
রূপ করে ঝলমল ।
ভালোবাসি কোয়াশা ঢাকা
দেখতে সারা গাঁ ;
ভালোবাসি শীতের সকাল
হাঁটি হাঁটি পা পা ।।
----------//---------
তারিখ :- ২১ সে নভেম্বর ; ২০১৭ !
রচনাকাল :- ১ ঘটিকা ( রাত )
নিউকাসল , ইংল্যান্ড ।