ফুলের চেয়েও কোমল হৃদয়
নুরে রাঙা রূপ ছিলো যার
সেইতো মোদের পথের দিশা
নবী মুহম্মদ সরোয়ার।
মহান রবের ঐশী বানী ছড়িয়ে দিলেন দেশে দেশে,
তাওহীদের দাওয়াত পৌছালেন অকুতোভয় বীরের বেশে।
বর্বরতায় যুগে যিনি খুলেছিলেন নব দ্বার।
সেই তো....... মুহম্মদ সরোয়ার।
বিচার দিনের কঠিন ক্ষনে সহায় হবে যার ছায়া,
উম্মতেরই তরে সদা কাঁদছে তাহার দিল কায়া।
যার তরীকা ভুলে গিয়ে করছি মোরা পাপাচার।
সেই তো....... মুহম্মদ সরোয়ার।
গুনার পাহাড় ছেড়ে চলো দীনের পথে ফিরে যাই ,
মহান রবের তরে সবাই সেই মানবের দরুদ গাই।
যার শানে জান রাখবো বাজি হাতে তুলে তলোয়ার।
সেই তো....... মুহম্মদ সরোয়ার।
৮ই অক্টোবর ২০২৪
নজরুল নিবাস, বরিশাল।