ছাত্র মোরা, তরুন মোরা
মোরা নওজোয়ান
দেশের তরে, দশের তরে
সর্বদা আগুয়ান।

অন্যায় মোরা সইতে না'রি
বুক পেতে দেই অস্ত্রে
অধিকার আদায়ের আন্দোলনে
রক্ত ভেজা বস্ত্রে।

মোরা বাহান্ন, মোরা একাত্তর
মোরা সেই দুর্বার আঠারো
কোটা হটায়ে মেধা বাঁচাবো
রাজপথে আছি আবারো।

শত পুলিশ আর লাঠিচার্জ
ভেদিয়া বুলেট শত,
কতকাল আর রাখবে দাবায়ে
ক্ষমতার অপব্যবহার কত?

তরুনরাই এনেছিলো বাংলা
বিনিময়ে হয়ে শহীদ
একাত্তরেও জাগ্রত তারা
হয়ে বাংলার ভিত।

সেই যুবারাই আজ রাজপথে
আদায়ে ন্যায্য অধিকার,
যতই আসুক বুলেট-বোমা
কেউ নাই পিছপা হবার।

শাসক দেশের বৈষম্য বিনাশে
বাঙালি করলো সংগ্রাম
স্বাধীন জাতি হয়েও কেন
পায়না ন্যায্য দাম?

সোনার বাংলা করে শ্মশান
করে যারা দূর্নীতি,
তাদের শিক্ষা দেবার তরেই
ক্ষেপেছে আজ পুরো জাতি।




সম্পাদনাঃ মাহফুজা শ্রেয়া।