আয়না কি দেখে তার মুখ?
দেখে না কখনো-
তবু
আয়না দেখায়,
তোমায়, আমায়,
আমাদের রূপ, প্রতিরূপ।
আয়নার কাছে হার মানি
বার বার,
ইস! হেথায় লেগেছে বেশি
কাজল
আবার হোথায় লেগেছে
সিঁদুর জল।
খুব সহজে মুছে ফেলি আর
নিজেকে সাজাই নব রূপে।
কেবল আয়না ই জানে
ঘোলাটে হয়ে আছে-
মন আমাদের ধূপ ছায়া
-ধূপে।
তারিখঃ ১৯।০১।২০
ঢাকা