আমার কিছু টুকরো স্মৃতি
করব তোমায় শেয়ার
না না তেমন কিছু
নেই কো সেথায়
গুরুত্ব নাই তাহার।

নেই কো তাদের মূল্য কিছু
নয় কো কোন কাজে
স্মৃতি শুধু স্মৃতি ই আমার
ন্যাকামোই সাজে।

যখন দেখি মঞ্চ নাটক
মনটা ভারি ভরে
কতক দৃশ্য মনে আসে
মনেই রাখি তারে

একটা মোদের ছিলেন তখন
ছোট্ট নাটক দিদি
নাট্য কলার অনেক কিছুই
শেখাতেন সেই দিদি

না পারলে চটাং করে
দিতেন লাথি, গুঁতা
নাটক শেষে ই মনে পড়ে
সেই দিদিটির কথা

যখন শুনি মিষ্টি কণ্ঠের
কোনই আবৃত্তি
মনে পড়ে তখন আমার
আরেকটা দিদির স্মৃতি।

বারান্দাতে বসে তিনি
শেখাতেন কবিতা
কখন কোথায় কথার সাথে
একটু উঁচু, একটু নিচু
           হবে স্বরটা

কোথায় হবে গালটি আবার
একটু বড় হা
কোথায় আবার
নড়ন চড়ন হবে দেহটা

এই দিদিটি সামনে থাকলে
পেতাম সাহস ভারি
সেসব শুধু স্মৃতি আমার,
কেবল স্মৃতির সাগর পাড়ি।

আরো কিছু স্মৃতি আছে
আমরা সকলের
সাত থেকে চৌদ্দ হলাম
সদস্য দলের।

পিতা সম একটি লোক
চালাতেন মোদের
বোঝাতেন-
কেমন করে সংগঠন
চলবে আমাদের।

দুষ্টু মিষ্টি সময় গুলো
নেই কো বেঁচে আর
বেঁচে আছে ছোট্ট মনে
কেবল স্মৃতি টুকু তার

ভাবতে গিয়ে চোখের কোনে
বিন্দু আসে জল
সবার আড়াল রাখি তারে
ধরি নানান ছল।

কে কোথায় আছে কেমন
কিছু, জানি নাকো তার
স্মৃতি গুলো জমাই থাকুক
এটা একান্তই আমার।

তারিঃ ২২।০১।২০২০
ঢাকা।