আজি চারিদিকে ঘেরি,
শুনিতেছি উৎসব ধ্বনি
ওরে আয় তোরা আয়,
আয় তোরা রঙে রঙ মাখিয়ে
বসন্ত এল বুনো বায়-
তোরা আয়, আয়।

অাজি দিনের শুরু যেথা
অশোকের বনে,
কত কথা বজেরে
শিমুল, পলাশ আর কৃষ্ণচুড়ার মনে,
সে কথা তোরা শুনে যা,
আয় তোরা শুনে যা।

আজি পারুল, চম্পাও দেখ
রাঙিয়েছে ঠোঁট,
আহা কেতকির মনেতে
লেগেছে চোট,
তোরা আয়, আয় তোরা দেখে যা।

ফাল্গুনী  বাতাসে শ্যাম সুন্দর ও
বাঁশি বাজায় সুবাসে,
দোলে নেচে নেচে
তোরাও যা নেচে যা,
আয় তোরা শ্যাম সুরে বাঁশি শুনে যা।

তারিখঃ ১৩।০২।১৭
ঢাকা।