সমোচ্চারিত শব্দ মানে
সমান সমান শব্দ নয়
একই রকম উচ্চারনে দুটি
ভিন্নার্থক শব্দ।
তাই কে কি বল্ল-শুনতে একই রকম
হলেও ভেবে নিও না-
কেউ তোমাকে ভালোবাসলো নাকি
ভালো বাঁশ দিল।
আবার, একই উদ্দেশ্যে দুটি কথা
বল্লেও খুঁজে নিতে ভুল করনা
তোমার কি চাই-ভালোবাসা
নাকি ভালো বাসা।
আমি বলি কি-
অকারনে শব্দ শুনে উন্মত্ত না হয়ে
ভালো করে শুনে অর্থ বুঝে নিলে
সব পোটলার জটলা খুলে যাবে।
তাই আমার এ কথাগুলোকে
আদেশ বা উপদেশ ভেবে লাভ নেই
সমোচ্চারিত ভিন্নার্থক বা
কি কথার কি অর্থ তা
ভাবলে কৃতজ্ঞ হবো।
তারিখঃ ২৬।০১।১৭
ঢাকা।