এ কোন জলের বাতাস,
                     ভিজে ভিজে আভা।

আতা গাছের পাতা বেয়ে-
শুয়ো পোকাটার নিচে নামা।

     আতায় অতি বিচি তাই-
মেওয়া ফলে ধাওয়া;
উঠে দেখ ওখানেও-
                  বিচিগুলো পুঁতে রাখা।

তার চেয়ে এই বরং ভালো হয়,
নরম ডগা খাওয়া।

শুয়োপোকা হয়েও কোন লাভ নেই;
ধান্দার পরে ধান্দা পাতা যে-
                                এখানে।

তারিখঃ ২৬।০১।১৭
ঢাকা