নিয়ন আলোর অভিসারে
উন্মত্ত শহুরে জীবন-
না, ভদ্রলোকেরা ভদ্রই আছে
মুখোশ অথবা চাদরে;
মা মেয়েকে, বাবা মাকে আদরে আদরে।
চাঁদের রংটা গাড়ো লালচে দেখায় এখানে,
তারারা ঝিকিমিকি করে তারে তারে।
খালি পথে চলতে
কালো নদী মনে হয় কালো পিচের পথকে-
সিসা বাতাসে বড্ড ভারি লাগে
শহুরে জীবন।
তারিখঃ ২৫।০১।১৭
ঢাকা