বার মাসি ছয়টি ঋতু আর
বারটি মনের ভাব;
এ হল কবিদের সহজাত।

স্বাভাবিক নিয়মে প্রকৃতির মতই
গড়ে ওঠে কবিতার ছোট ছোট প্রাসাদ;
কবিদের অন্তরে-
খরতা-প্রখরতা, শীত-তাপ, কাদা-মাটি,
ন্যায়-অন্যায়, রক্তস্রোত, মিছিল-মিটিং;
সময়ের পরিক্রমায় সুগন্ধি ব্যঞ্জনে রন্ধন
হতে থাকে কবিদের নরম তালুতে,
কাগজে-কলমে,মননে।

তা কখনো বারুদের গন্ধ ছড়ায় আবার-
কখনো-মায়ের শরীরের স্নিগ্ধ আদরের গন্ধ।

কত মোলায়েম সে প্রাকৃতিক ঠোঁটের ছোঁয়া-
কামনার গন্ধ নেই-মহুয়ার গন্ধ আছে-
মাদক নেই অথচ মাদকতা আছে।

বার মাসি ছয়টি ঋতু আর
বারটি মনের ভাব;
এ হল কবিদের সহজাত।

গ্রীষ্মের তাপ, বর্ষায় ফোটা ভেজা কদম ফুল,
শরতের শিশির আর শীতের কাঁথা,
হেমন্তে পাকা ধান আর ফাল্গুনের গুণগুণ;

সত্যি কবি আর কবিতা-
প্রেমিক-প্রেমিকার উষ্ণ আলিঙ্গন।

তারিখঃ 18 জানু, 2017
ঢাকা।