তোমার কবিতা পড়িলে আমার
ভাবগুলি ওঠে জাগি,
ভাষাগুলো আসে ভেসে,
উত্তরি কোন বাতাসে,
মনে হয় দু চারটি লাইন
আপনার করে লিখি।
কি জাদু আছে বলো তোমার
ওই লেখাতে,
পড়িতে পড়িতে দিন চলে যায়,
যত পড়ি তত তৃষা বাড়ায়,
বিভোর হই যেন অচেনা
কোন নেশাতে।
এত এত কথা, কত রং মাখা
ছন্দ অ-ছন্দ সুরে,
সহজ সরলতায়, প্রতিটি পাতায় পাতায়,
ফরফর সুরে নানা কথা কয়,
আমারে ডাকে যেন ঝরে পড়া কোন
শীতের শিশিরে।
তোমার সকল লেখার মাঝে
ক্ষুদ্র শব্দ গুলো জীবন পায়
দীন-হীন, নবীন-প্রবীন,
কবিতার খাতাতে হয় যে রঙিন,
সকালে ও বিকালে, সাঁঝের মায়াতে
আমি পাঠক খুঁজে ফিরি শুধু তোমায়।
তারিখঃ ১৭-জানু-১৭
ঢাকা