এখন অতটা আর লিখতে ইচ্ছে করে না
যতটা ভাবি-
ভাবনা আর আবেগ মিলে
কমে আসে লেখার গতিটা
ওই একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে
চোখের কোণে বিন্দু জল জমে যায়
কান্না বলে হয়তো ওটাকে
মুছতে ইচ্ছে করে না কোনমতে
ঝাপসা হয়ে আসে চোখ-
দুটি ঠোঁটের সাথে বন্ধন ধরে রাখতে চায়
আবেগের লালা-
গুমরে ওঠা শব্দটা থেমে যায় তখন
ঝটপট খাতা কলম রেখে উঠে পড়ি-শার্টের
কলার,কাফ আর বোতামগুলে টিপে গুজি দি
যেন কেউ বুঝতে না পারে-
তারপর, এক দৃঢ়তা নিয়ে বেরিয়ে পড়ি
খোলা বাতাসে-সামনের সব কিছু কেমন যেন
সহজ হয়ে যায়-
ঠান্ডা বাতাসে বেশ ভাল লাগে- আমি যেন
একা নই, একা নই আমি আর
আমার আবেগ আমাকে সঙ্গ দেয়।।

তারিখঃ 06.12.16
ঢাকা।