জাগো মালাউন জাগো
দেখ হাকিছে ভবিষ্যত
আর কতকাল রবে শয্যাগত
দেখ রাত্রি হয়েছে গত
এবার সজ্ঞানে হও জাগ্রত
জাগো এবার জাগো।
হিংসা বিদ্বেষ করনি তবু
করিছে সমাজ অবহেলা
করিছে সমাজ তোমাদের সাথে
মুর্তি ভাঙার খেলা
অস্তিত্ব খোয়ালে নিশ্চিহ্ন হবে
হাতে রবে শূন্য থালা
সময় হয়েছে এবার
সব প্রশ্নের উত্তর দেবার
জীবনের মায়া ত্যাগ করে
নেমে এস সংগ্রামে-
আর কত মেনে নেবে ধিক্কার
গণ জোয়ার এসেছে এবার
সংগ্রাম শুধু বেঁচে থাকবার
জাগো মালাউন জাগো
সংখ্যায় কম বলে ভয় পেয়োনা
পশুদের ভয়ে কভু
মা বোনের সম্ভ্রম খুয়িয়ে দিয়োনা
শান্ত মনকে করে তোলো অশান্ত
শুধু সম্মান রক্ষায়।
একবার শুধু ভেবে দেখ
পঞ্চপান্ডব বাপের ভিটেয়
থাকতে চেয়েছিল তবু
থাকতে না দেওয়ার কত ছলাকল
দ্রৌপদীর বস্ত্র হরণ-
বয়ে আনল যুদ্ধের কাল
এত কিছু জেনেও তবু
চুপ কর আছ তোমরা
জাগো মালাউন জাগো
জাগিয়ে তোলো কৌটার ভোমরা।