সরকারি কি বেসরকারি
আমরা তাদের চিনি না
সংখ্যালঘু মারতে হবে
এটাই তাদের মন্ত্রনা

যন্ত্রনা তো পায়না ওরা
কেমনে বুঝবে বেদনা
দিনদুপুরে, অন্ধকারে
কি তারা করছে না

এত কিছু করেও বলছে
এটা নাকি কিচ্ছু না
মালাউনরা আছে ভাল
তাদের তো পোড়াচ্ছি না

জ্বালাও পোড়াও করছে তারা
ঘরবাড়ি নিচ্ছে দখল
দলিল পত্র, বাপের ভিটে
আদালতে হচ্ছে নকল

নির্যাতনের সীমা তারা
ছাড়িয়ে যাচ্ছে একেবার
এতেও নাকি তাদের
কিচ্ছু করার নেই আর

নিজের জায়গা নিজের জমি
এটাও নাকি ছাড়তে হবে
কাগজ পত্রে লেখা আইন
নতুন করে লেখা হবে

এই যদি হয় গণতন্ত
তবে ওটাই সত্যি
কামরূপ কামুখ্যার
মন্ত্র তন্ত্র

ভেঙ্গেচুরে পুড়িয়ে গুড়িয়ে
যদি মেটে তেষ্টা
তখন নাকি হবে তাদের
শান্তি ধর্ম প্রতিষ্ঠা

তারিখঃ০৬।১১।১৬
ঢাকা।