কখনো কখনো-
গ্যাসের আগুনেও ঝলসে মশলাদার
পোড়া মাংসটি ছিড়ে খেতে বসে যায়
সাধারণ মানুষ,
মাংস খায় না নিজের হৃৎপিন্ড খায় কে জানে!
শুধু জানে দারুন স্বাদ-
দোকানের নামটাও টুকে রাখে মানি ব্যাগে।
খানিকটা সভ্যতা লুটে-আচার মাখিয়ে নেয়
নোংরা চিত্তে-
তার পর! তার পর-
সদ্যজাত শিশুটিকেও ক্ষমা করে না নিঙড়ে খেতে!
আগুনে ঝলসিয়ে নিজের হৃৎপিন্ড খায়,
আড্ডার ছলে-লালায়িত জিব বের করে-
ভাবে না নিজের সদ্যজাত শিশুটিও
নিরাপদ কি না এ সভ্যতার মাঝে।
তারিখঃ ০২।১১।১৬
ঢাকা।