বন্দী এ ঘরে বসে
মাগো, রচি তোমারে মিছে
কত রূপ কল্পনা করি
কত ভুল স্বীকার করি
তবু ব্যথা বাজে মন মাঝে।
হয় না হৃদয় শীতল
চঞ্চল মন শুধু যে উতল
মন বসে না কোন কাজে
জপি তব নাম সকাল সাঁঝে
তবু ব্যথা বাজে মন মাঝে।
কি রূপে করিলে পূজা
ওগো মা দশভুজা
তোমারে পাব এ অন্তরে
বলো মা কি করে
অসহায় আমি সাজাব পূজা।
অন্তর মাঝে যে প্রদীপ জ্বলে
সে তো তোমারই প্রজ্জ্বলনে
তাই আমি ক্ষণে ক্ষণে
কেঁদে উঠি আপন মনে
কেন এত পরিতাপ আমার সনে।
যদি পার ক্ষমা করো
পাপ, তাপ পরিহরো
শানিত জীবন দাও সংসার মাঝে
যেন ভালবাসা বিলাতে পারি
সমগ্র বিশ্ব মাঝে
বন্দী এ ঘরে বসে
মাগো, রচি তোমারে মিছে
কত রূপ কল্পনা করি
কত ভুল স্বীকার করি
তবু ব্যথা বাজে মন মাঝে।
তারিখঃ১৪/০৯/১৬
ঢাকা।