কিছুকাল আগেও কারো
এই সাহসটি ছিলনা যে প্রকাশ্যে কোন শানিত অস্ত্র
বের করুক-
রাতের অন্ধকারেও অনেক রকম সকম করে
দেশীয় অস্ত্র বহন করত আন্ডারগ্রাউন্ডের লোকেরা
আজকাল ছাত্রদের হাতে খেলনা হয়ে উঠেছে সেসব
খুন করতে বুক কাপা তো দূরের কথা
সমস্ত পৃথিবী প্রকম্পিত হয়ে যেত
অথচ প্রকাশ্য দিবালোকে অস্ত্রের অঘাতে ফিনকি
দিয়ে ওঠে রক্ত- মানুষগুলো নেহাত দর্শক।
আগে জানতাম ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ আসে
এখন ঘটনাস্থলের লোকেরাও ঘটে যাওয়ার পরে
উকি দিয়ে দেখে
তারিখঃ০৪।১০।১৬
ঢাকা।