সভ্যতা, আমাদের সভ্যতা
আজ হয়েছে কবিতা
আমাদের সভ্যতা
ভুলে গেছে সব মানবিকতা
জেগে উঠেছে নৃশংসতা,
আদরে লালিত সহিংসতা
আমাদের সভ্যতা
আধুনিক সভ্যতা।
ভরেগেছে আজ পরিচয় হীন যৌনতা
মানিনা কে ভগিনী বা কে
মাতা পিতা
সভ্যতা আমাদের সভ্যতা
কলমেও কাপে না লিখতে মিথ্যা-
ভদ্রতা, আমাদের সভ্যতা।
খবরের কাগজে গজিয়েছে ডানা
মিডিয়ায় নেই তো কোন মানা
সত্য মিথ্যা আজ যায় না জানা।
সভ্যতা আমাদের সভ্যতা
ধর্মের গোড়ামিতে ভব্যতা
আধুনিক সভ্যতা
অস্ত্রের সাথে আজ মিত্রতা
উঁচু উঁচু প্রাচীর, সময়টা শুন্য বধির
নিসিক্ত ডিম্বের বিষাক্ততা
ওলিতে গলিতে নগ্নতা
ভ্রষ্ট বীর্যের ভগ্ন এ সভ্যতা
পাহাড়ের গুহা থেকে ছুটে আসা বীরত্বগাথা
সময়ের স্রোতে উন্নত আলোক রেখা
রক্ত চোখে ফিনকি আঁকা সভ্যতা।
আজ রক্ত চোখে ফিনকি আঁকা সভ্যতা।
মুছে গেছে হৃদয়ের সেই শীতলতা
হিন্দু, মুসলিম আজ ভিন্ন ভিন্ন কথা
একসাথে পথ চলা, খেলেছি কত খেলা
ভেঙে গেছে মিত্রতা
আমাদের সভ্যতা।
আজ শুধু বানোয়াট কবিতা।
রচনা কালঃ ০২/০৯/১৬
স্থানঃ মডেল টাউন, কেরাণীগঞ্জ