স্বপ্নটা এমনই ছিল-
তুমি হবে আমার স্বপ্ন রাজ্যের রানী
অথচ হলে শুধু মাত্র ঘরনী
চাইনি কখনো বাতচিৎ হবে তোমার সাথে
দিন চলে যাবে শুধু মিষ্টি মিষ্টি কথাতে
অথচ; ভগ্ন হৃদয়ে বলতে হয় কত কথা
                                    অযথা
কখনো ভাবিনি আমি নিজের হাতে
স্বপ্ন গড়ার বদলে
ভেঙ্গে ফেলব স্বপ্ন :(
চেয়েছিলাম তোমাকে কখনো কষ্টের আচ
লাগতে দেবনা, কোত্থাও না, কখনো না
অথচ কষ্টের চোরাবালিতে তোমাকে
বেঁধে রাখেছি অশোক বনে  সীতার মত

সমস্ত দিন কর্মের ক্লান্তি থেকে
মুক্তি পেতে ছুটে যেতে চেয়েছিলাম
তোমার প্রাশান্ত বুকে একটু ভালবাসার ছোয়া পেতে
অথচ খিল আটকে বসে থাকলে তুমি
না, আমি তোমাকে তালা বদ্ধ করে রেখেছি
গৃহ কোণে।

ছুটির দিন গুলো কাটাতে চেয়েছি একান্ত
মধুর করে হাসি আনন্দে
চেয়েছি শুধু তুমি আর আমি
আমাদের মাঝে আর কেউ না, আমরাই শুধু
আমাদের ভালবাসা, সুখ-দুঃখ ভাগ করে নেব
অথচ-
সেটুকুও বিলিয়ে দিলে অন্যকারো হাতে

তোমাকে ‍শুধু দেখতে চেয়েছি
লাল টুক টুকে বধূ রূপে
তুমি হয়ত বুঝতে পারনি-তোমাকে
সাজাতে চেয়েছি অপরূপ সাজে -অথচ তুমি-
সাজলে না আমার হাতে।
তুমি নিজের একটা ভূবন তৈরি করে নিয়েছ
তোমার মাঝে
যেখানে আমার কোন চিন্হটুকু নাই
আমার কোন ঠাই নাই    
:(

তারিখঃ১৯।০৮।১৬
ঢাকা।