আমি যদি বলি-
ধর্ষিতাদের পাশে দাড়াবো
তবে আমাকেই হয়ত ধর্ষকের কাতারে রেখে দেওয়া হবে,
জড়িয়ে ফেলা হবে বেনামী নামের সাথে।
কারণ আমাদের ভদ্র সমাজ নিজের হাতে
নারীর স্তন চেপে দেখতে চায়-বিচার নামের সুকৌশলে
তাই থানাতে গিয়ে ও রেহাই পায় না নারী,
মেডিক্যেল টেষ্টে ও আরেকবার টেষ্ট হয় ধর্ষিতা।
সুতরাং কেউ ধর্ষিত হতে থাকলে
আমাকে শুধু দর্শকের মত দেখে চলে আসতে হয় নিরবে
আজকাল নিয়মিত খবরের কাগজে দেখতে পাই
সাহিত্যের মোলায়ে ভাষায় লেখা ছবিসহ
ধর্ষিতাদের ইতি কথা।
সমাজই নাকি পতিতা তৈরি করে
আবার সমাজই তাদের ধিক্কার দেয়।
আমাদের ভদ্রসমাজের পরিসংখ্যান এসব কথা বলে।
তবে কে বা কারা প্রতিকার করবে
এ ন্যায় হীন মানবিক যুদ্ধের?
নাকি চলতেই থাকবে
অহেতুক নৃশংসতা, নারীর প্রতি সহিংসতা?
তারিখঃ05.09.16
ঢাকা।