তুমি একটা ধনুক এনে দাও আমি সিলা পরাবো
-আর নিক্ষেপ করবে কে?
যে তীর জুড়ে দেবে সিলাতে
-যে সিলা পরাতে জানে সে তীর ও নিক্ষেপ করতে জানে
মানি সে কথা, তবে নির্দিষ্ট লক্ষ্যে যে তীর ছুড়ে মারতে পারে
সেই প্রকৃত তীরন্দাজ
-ঠিক বুঝতে পারলাম না।
অর্জুন ও বিশ্বের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ আবার কর্ণ ও
তবে একজনকে বেছে নিতে বল্লে কাকে নেবে তুমি?
-অর্জুন, অর্জুন কে
কেন?
-কারণ তীরের সাথে সাথে সে ক্রোধ কে ও ছুড়ে মারে তীর্যক বেগে।
আর কর্ণ ক্রোধ কেই তীর তৈরি করে রাখে হাতের মুঠিতে।

অর্থাৎ শান্তি পেতে হলে ক্রোধকে দূরে পাঠিয়ে দাও ধনুকের তীরের মত।

তারিখঃ04.09.16
ঢাকা।