তোমাদের মসৃণ আঙিনা হতে নিয়েছি বিদায়
শত যাতনার কলঙ্ক মলিন হতে দেবনা বলে
মিথ্যার উপমা হয়ে ফিরব না আর  তোমাদের কোলে
মৃত্যুকে ভালবেসে তাই হালকা করেছি তোমাদের হৃদয়।
কখনো ধর্ষিতার নাম লিখিয়েছি তোমাদের ভদ্র খাতায়
অথবা ঘাড়ে নিয়েছি নিস্পেষিত দোহের অন্ধ ভুলে
কুমারিত্ব ভেঙ্গে মাতৃ সম্ভাবার লাজ টুকু তুলে
অন্ধকারে চলেগিয়েছি তোমাদের সীমাহীন ঘৃণায়।

শুধু সত্য বিচারের অভাবটুকু বোধ করেছি
অভিযোগ করতে গিয়ে হয়েছি অভিযোগী
নৃসংষতার অভিমানে সহজে জীবন দিয়েছি
বিচারের কাতারে জুটেছে শুধু বিচারের অনুরাগী
মৃত্যুকে ভালবেসে  তাই আমি সবটুকু ছেড়েছি
সমাজের চোখে হয়েছি কেবল নষ্টের সহযোগী।

তারিখঃ ০১।০৮।১৬
ঢাকা।