ঃ বলো, কিছু তো বলো,
-ঐ দেখ আঁধারে জোনাকির আলো
ঃ জোনাকির আলো, সে তো অনেক ভাল,
জ্বালো, তুমিও জ্বালো, ওমনই নরম আগুন এলোমেলো।
-আমি যদি আগুন পাখি হতাম-জ্বালিয়ে দিতাম প্রদ্বীপের মত তেল সুষে, মোমের মত গলিয়ে তলিয়ে দিতাম তোমাদের পুুরুষ সমাজকে
ঃ আমাকে ও?
- না, কেবল তোমাকে নয়, তোমার পৌরুষ সত্তাকে।
ঃ কি ভয়ঙ্কর !
- কতটা পাও ভয় অথবা বোধ করো সংশয়? নারী কেবল হাঁটলে পথে তোমাদের অভুক্ত চোখ নিরুপায়...
ঃ বলতো আমায়...
- কি বলবো, সবটুকু ভালবাসা নিংড়ে দিলেও ভোগবাসনা হতে মুক্ত হতে পারবে না কোনদিন।
ঃ জ্বলে পুড়ে যাচ্ছ কেন তুমি?
- “রিশা”র ছুরিকাঘাত লেগেছে অন্তরে আমার,
বিদ্রোহের দবানল জ্বলছে ভেতর বাহির-
বলে দিতে পারো আমায়, কেন মারা যায়, কেন এত নিরুপায়? এক একটা দিন এক একটা রাত বিভিষিকাময়। এত অনাচার কি করে সয়!!
ঃ তোমার অবদমিত যন্ত্রনা অনুভব করি আমি, তবু কেন যেন বদলাতে পারিনা, নিরাপদ করতে পারিনা তোমাদের পথ...আমি অসহায়, আমি অসহায়- তাই তোমার আগুন পাখির দাওয়ায় মরে যেতে ইচ্ছে করে অামার...
- কবে ফিরবে সে দিন যে পথে তুমি আমি একদিন হাতে রেখে হাত
চলতে পারব পথ।
আঁধারে দেখব জোনাকির আলো
এবার বলো, তুমি কিছু বলো-
আমাকে কতটা বাস ভালো।

**ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা**

গত বুধবার দুপুরে স্কুলের সামনের ফুটওভারব্রিজ হয়ে রাস্তা পার হওয়ার সময় এক যুবক রিশার পেটে ও হাতে ছুরি মেরে পালিয়ে যায়। তিনদিন পর রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত‌্যু হয়।


তারিখঃ৩০।০৮।১৬
ঢাকা।