একটা নদী দু’টি পাড়
এপার আর ওপার
দূরত্বকে কাছে টানে
নদীর স্রোতধার।

তেমনি ভালবাসার তীরে
আমরা দু’টি পাড়
ভালবাসা যোগায় মোদের
বেঁচে থাকার আহার।

একটা মনে ভাবনা যত
ওপার গেল বুঝি
অন্য মনে সঙ্কা জাগে
কোথায় তারে খুঁজি!!

একটা নদীর দু’টি তীরে
দু’জন বসে কাঁদি
কান্না জলের সংশয়েতে
বুকটা শুধু বাঁধি।

আমি দোষি ওপারটাকে
ওপার দোষে আমায়
দিনে দিনে দু’পারেরই
ভালবাসার ক্ষয়।

চলতে যদি থাকে এমন
কেমনে রবে ধরাটা
ডুবে যাবে অথৈ জলে
সদ্য নায়ের ভরাটা।

ছিন্ন হওয়ার আগে যদি
ভিন্ন ভাবনা না হয়
কেমনে তবে এ ধরাতে
ভালবাসা বেঁচে রয়!

তারিখঃ১১।০৮।১৬
ঢাকা।