১।
ঘুম থেকে উঠে দেখি
চোখ দুটো আলসে,
তাইতো বারে বারে
মুখ ঘসি বালিসে।
২।
দিনে যত নিদ্রা যাই
রাতে তার ও বেশি,
ঘুম থেকে উঠে দেখি
বয়স হল আশি।
৩।
অলসতায় নিদ্রা যাই
স্বপ্নেও দেখি,
স্বপ্ন ভঙ্গ হয়ে গেলে
সব দেখি ফাকি।
৪।
নির্ঘুম রাত যায়
ঘুম ঘুম দিন,
চিন্তা ভাবনা ফুরায় না
হতাশায় ক্ষীণ।

তারিখঃ১০।০৮।১৬
ঢাকা।