আধ ভেজা বৃষ্টির ও নির্লজ্জ হতে ইচ্ছে করে
কখনো কখনো পা ভেজা বৃষ্টির জলে-
ওই ওদের মত বুনো ফুল হতে- ঝরে পড়া
জলের মত সাদা হয়ে-যেন বিলীন হতে চায়
গ্রীষ্মের তাপদাহে পোড়া মন।

মাঝে মাঝে আধখানা চাঁদ, অাধ খাওয়া
রুটি হয়ে যায় প্রেমে পোড়া হিয়া।

তাই আধ ভেজা বৃষ্টিটাকে ধরেই নিলাম
একটা আধা জীবনের সাথে।
বুঝতে কি বাকি রইল আর-
আধ ভেজা বৃষ্টির ও নির্লজ্জ হতে চাওয়া
মানে কি?

তারিখঃ ২৫।০৫।১৬
ঢাকা।