তোমার ও কঠিনতম ভালবাসাকে উপেক্ষা করা
আমার পক্ষে সম্ভব নয় বলে-ভালবেসেই চলেছি
যেন অজানা দ্বীপের খোঁজে।
কখনো কখনো দূর তরঙ্গের কালো ছায়াকে
বৃক্ষশাখা মনে হয়-আর আশা জাগে
বুঝি এবার তীরের সন্ধান মিললো
মিললো কই-
আচমকা এক ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যায়
অন্যদূর।

তারিখঃ১৯।০৩।১৬
ঢাকা।