অস্তিত্বের স্বস্তি নিভে গেলে
পড়ে থাকা ছাই ও বাতাসে ওড়ে না।
স্পন্দন হীন প্রাণ কে তো মৃতই বলা হয়।
প্রাণ আছে অথচ না থাকার থাকাকে
সাথী করে নিলে-তাকে জীবন্ত বলা চলে না।
আর যদি প্রাণ যায় যায় তবু চঞ্চলতা কমে
না, তবে বুঝতে হবে জীবনের অস্তিত্ব কি
বেঁচে থাকা কাকে বলে।
ধ্বংস স্তুপ থেকেও বেঁচে আছি ধ্বণি উচ্চারিত হয়-
একে বলে জীবন জয় অথবা বেঁচে থাকা।
শুধু শ্বাস-প্রশ্বাস-
চললেই বেঁচে থাকা বলা যায় না।
এটুকুই সত্য-
প্রাণ পড়ে থাকে না।

তারিখঃ২৩।০২।১৬
ঢাকা।