সকল বাসনা চুর্ণ করে কোন একদিন
ধরা পড়ে যাবে তুমিও-
প্রমাণ সমেত,
সেদিন বুঝব ভালবাস কি না অথবা
ভালবাসি কি না আমরা আমাদের।
আজ নিস্তরঙ্গ নদীর বুকেও বসন্তের ফুল ভাসে,
চৈতালী রোদের প্রখরতা আর বৈশাখী
ঝড়ো হাওয়া-তার বুকে টেনে নিতে চায় তোমাকে।
বুকের মাঝে মুখ লুকাও সুখ খোঁজার অভিপ্রায়ে-
সত্যি কি তাই?
নাকি জমে থাকা কান্নাগুলো শুকাতে চাও
গরম নিঃশ্বাসে-অতি বিশ্বাসে আমার বুকের মাঝে?
কতকবার দেখেছি আমাকে তুমি-
পাহাড়ের চুড়া হতে নামাতে চাও সমুদ্রে মিশে যেতে
তোমার কমল করতলের উৎক্ষেপনে-
ছলাৎ ছলাৎ জল ভেঙে।
জল ভাঙে আছড়ে পড়ে মিশে যায় সমুদ্রে-
কাতর হয়ে পড়ে পাহাড়ের শরীর-
আনন্দের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে বিশ্ব,
আর তুমি জেগে উঠো-উঠে পড়ো বকুল গন্ধের
বিছানা ছেড়ে-আরেক সন্ধানে।
বলো, তাও কি ঠিক?
ফিরে এসো।
তারিখঃ১৬।০২।১৬
ঢাকা।