বসন্ত বতাসে লেগেছে ঢেউ
দেখেছে কি কেউ
ভেতরের যত যাতনা জ্বলিছে
বাহিরে ফুল ফুটিছে

রোদ পোড়া গাঁ’য় পলাশ রাঙিয়ে
বধূ যায় রাঙা পায়ে
বসন্ত বিরাগ ফুটিছে সেথায়
বুক জ্বলে যায় জ্বলে যায়।

চোখের তারাতে ঝলক মেরে
পলক ভেজায় হায়...
চাতকের মত চেয়ে চেয়ে তার
বসন্ত দিন চলে যায়।

আজ ফাগুন আগুন জ্বলা
বধূ-অঙ্গ জ্বলায়...
ঘরেতে রহে না মন, রহে না
প্রেম পারিজাত শুধু চায়।

তারিখঃ১৪।০২।১৬
ঢাকা।