যখন ঘরের বাহির হলেম
তখন পিছু টানলে,
যখন ফেরার সময় হল
আড়ি পেতে রইলে।
দূরে গেলেই কাছে টানার
কেন এত স্বভাব
যেখানে যাই সেখানেতেই
বুঝি তোমার অভাব।
আমার চোখের জলের ফোটায়
তোমার ঠোঁটে পদ্ম ফোটায়,
এটাই লাগে ভাল,
তুমি গাছের শাখায় ফুটে
ভূবন করো আলো।
তারিখঃ১৩।০২।১৬
ঢাকা।