আমি শুধু কাঁদি তোমার জন্য-
তোমাকে ভালবাসার জন্য,
তোমার ভালবাসার জন্য,
ভালবেসে সব কিছু ভুলে শুধু-
তোমাকে নিয়ে বেঁচে থাকার জন্য
আমি কাঁদি।

কেউ কেউ হয়ত ছিচকাদুনে ও বলতে পারে,
নেকামি বা বোকাও বলতে পারে তার জন্য।
কিন্তু আমি যে সত্য উপলব্ধী করতে পারি-
তা হল, তোমার ভালবাসা, তোমাকে আমি
ভালবাসি। আমি তার জন্য কাঁদি।

কান্না জলের ফোটায় শিশির বিন্দু-
দুঃখ পেলেও, সূর্যালোকের পরশে সুখেই ঝরে পড়ে।

আমি ও অশ্রু জলে বেদনাকে ভিজিয়ে
ভালবেসে ঝরে পড়তে চাই তোমার বুকে,
তাই আমি কাঁদি।

আমি শুধু কাঁদি তোমার জন্য,
তোমাকে ভালবাসার জন্য,
তোমার ভালবাসার জন্য।

তারিখঃ ৩১।১২।১৫
ঢাকা।