আমায় আবার মন্দ বলে দন্দ
কেন লাগালে?
ভালবেসে-সবটুকু সুখ নিচ্ছ কেন
আড়ালে?
ভালবাসার সত্যি কি স্বাদ পেলে
তুমি এখনো?
দুই জীবনের একটি হৃদয় না হলে
প্রেম হয় কি জানো?
একলা সুখে হাসতে তুমি পারবে না
ভালবাসি আমরা দুজন
একথা কি বুঝলে না।
তারিখঃ১১।১১।১৫
ঢাকা।