তোমাকেও রাতের মত চুপ করে দিতে
পারে কোন রাত সুন্দরী।
চুপ করে এলো চুলে আঙ্গুল বুলিয়ে শত
শান্তনার প্রশ্বাস গায়ে মাখাতে পারে তোমার।
তুমি কি তাই বিশ্বাস করবে?
যদি ভোরের ফুলেরা বলে ও রাত মিছে ছিল!
শিশিরের কণাগুলো ঝরে যায় -
যদি কলঙ্কিত হয়ে-তুমি কি বিশ্বাস করবে?
কোন এক যাদুকরী ছিল সে রাতে।
তুমি, আমি, আমরা সকলে ও রাতের কাছে পরাজিত,
কিন্তু ভোরের কাছে উদ্ভাসিত।
যেটা তোমার-
বেছে নাও ভোরের আলো অথবা রাতের কালো।
তারিখঃ ০৯।১১।১৫
ঢাকা।