আমি দীর্ঘক্ষণ তোমার অপেক্ষায় থাকব
নিশি দিন....
আমি দীর্ঘক্ষণ তোমার পাশে থাকব
অন্তহীন...
শুধু এ সময়ের বন্ধন।

প্রেমের বন্ধন কি?

আমার অপেক্ষা, তোমার পাশে থাকা-
এইতো প্রেম-প্রীতির বন্ধন।

তুমি সময়টাকে বেঁধে নিলে জীবনের করে
ভালবাসলে, সে কি আদরে নাকি অনাদরে?

তারিখঃ ৩।১১।১৫
ঢাকা।