বিরহীনীর মন যদি বিরহে হাসে
তা হলে বুঝতে হবে ও চাঁদে আলো নেই।
আলো নেই মানে ছিল না কখনো-
পাংশু মুখে তাকিয়ে তাই তো মনে হয়।

যে ছেড়ে চলে যায় সে তো চলেই যায়,
কিন্তু, যে সয় কে বলবে সে কেমন করে রয়?
উজ্জ্বল আলোর দীপ্ত শিখায় থর থর প্রেম কাপে,
যে মনে প্রেম ঝলসে জ্বলে সেতো প্রেমের আলোয়
উদ্ভাসিত চাঁদ রং হতে পারে না।

ও চাঁদ পূর্ণিমা রাতে দেখা যায় বটে-
আলো বিকিরণ করে না।
কেবল-ভাঙ্গা ঘরের চালার নিচে বসে কাঁদে-
এই ভেবে যে, ও চাঁদে আলো নেই।
ছিল না কখনো।

তারিখঃ ২৮।১০।১৫
ঢাকা।