বলো, যদি দিতে চাই কোন কিছু উপহার-
নেবে তো?
যদি কোন কিছু দিতে চাই?
চেয়ে নেবে নাও, আমি দিয়ে দেব তোমায়।
বলো, কি চাই তোমার, কি চাও?
যদি আমি দেই তবে ভালবাসাহীন কিছু নেবে তো?
জলে ভেজা ভাষাহীন ভালবাসা,
নেবে তো?
কতদিন তোমাকে চেয়েছি পাশে পাইনি কোনদিন,
তা বলে ভাবিনি কোনদিন তোমাকে হীন।
প্রভাবিত অভাবের সভাব জেনে,
জমিয়েছি ধন- তা থেকে কিছু দেব তোমাকে
নেবে তো?
তারিখঃ২৭।১০।১৫
ঢাকা।