তবুও মানুষ বিবেকহীন অপদার্থ জীবন
বহন করে চলেছে বিশ্বায়নের এ যুগেও।
শিশু থেকে মৃত নারী ও নির্যাতনের গ্রহণ থেকে
মুক্তি পাচ্ছে না।
আদি যুগ ও মধ্য যুগের পার্থক্য কেবল
আধুনিক যুগ- কিন্তু,
আধুনিকতা মানে কি? কি হয় আধুনিকায়নে?
সভ্যতার উন্নয়ন ঘটেছে বটে-
মানুষের উন্নতি হয়নি কিছুই।
পশুই পশুর মাংশ ছিঁড়ে খায়-
মানুষ কেন তা করবে?
অথচ মানুষ ও মানুষের গলিত দেহ
পান করছে অবিরত।
আমি কি কারো জীবনের কথা বলছি?
না, কোন জীবন নয়-
আমি সভ্যতার কথা বলছি, আধুনিক সভ্যতা।
আমার ক্ষোভটা বিক্ষোভ করে-
মাঝে, মাঝে এই মাডার্ন সিভিলাইজেশনকে
ছিটকে মারতে ইচ্ছে করে-বহু যুগ পূর্বের
সভ্য হওয়ার প্রচেষ্টার কাছে,সভ্য হতে চাওয়া
উচু প্রাচীরের কাছে যা এখনো
তার প্রচীন ঐশ্বর্য নিয়ে দাঁড়িয়ে আছে
বর্তমানের মাঝে।
তাই বার বার মনে হয়েছে
মানবিক উন্নয়ন হলে সভ্যতার উন্নয়ন
হবেই, তোমরা পশুত্বকে ত্যাগ করো।
সভ্যতা এগিয়ে যাবে।
তারিখঃ২৬।১০।১৫
ঢাকা