দায় এড়িয়ে যাওয়ার চর্চাটা এখানে যেমন দেখি
আর কোথাও তেমন একটা চোখে পড়ে না।
কেন বলুন তো?
দায়ভার অন্যের উপর চাপিয়ে নিজে ভাল থাকার
নাম কি দেওয়া যেতে পারে!!
উপরি কর্মকর্তার কাছে নিজে ভাল থাকা, চাকুরিটার
স্থায়ীত্ব বাড়ানো- এসব হয় তো কারণ।
তাতে আমার কোন বারণ নেই।
তবে দায় এড়াতে গিয়ে নিজের কাজকে যেন
এড়িয়ে যেওনা,
সেদিকে নজর দেওয়া জরুরি।
একজন ভাল কর্মীর আদর্শ কি?
কেউ কি জানেন?
সহকর্মীকে সহায়তা করাও কিন্তু আদর্শের
মধ্যে পড়ে।
আপনি বড় একজন বস অথচ-আপনার অনিয়ম
নিম্ন কর্মী বা সহকর্মীর কাজের ব্যঘাত ঘটতে পারে
অধিকাংশ সময়ে অনিয়ম সহ্য করেই চলে...
বড় বস বলে কথা...
আমাদের অফিসারেরা এ সবের তোয়াক্কাই করেন না।
শুধু সার্থ আপনের মত নিজের কাজটা সারতে পারলে
অন্যকে দূর দূর করে- গেট লস্ট।
বাসায় যাওয়া আর আসা
এটাই চাকুরি নয়
অনেক কিছুই নিজের দায়িত্বের মধ্যে পড়ে যেটা,
শুধু কর্পোরেট জীবনে নয় পরিবার থেকেও শিখতে হয়।
কমন সেন্স,
অন্যের উপর দায় চাপিয়ে নিজে সরে পড়াটা কোন
দায় বা ভদ্রতা নয়।
তারিখঃ১৩।১০।১৫
ঢাকা।