প্রেক্ষাপট যাই হোক
আচরণের বিচরণ যে মানুষের কতদূর পর্যন্ত যায়
বিশেষ করে এই শারদ বেলায় বুঝা যায়।
শান্তির নিবাস এ বাংলা মায়ের সবুজ সোনালী প্রান্তরে
সমতার সাথে সাম্যের গান গেয়ে চলেছে একই সুরে
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান বহু যুগ থেকে।
যারপরনায় বিবেকের আবেগে প্লাবিত হয় চোখ।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি"
তবে ঠিক এটা বুিঝিনি আজো-
শারদ এলে সাদা কাশেরা শীতের ভয়ে চুপ থাকে কেন?
তবু তো শীত আসে সাম্যের চাদর মুড়িয়ে।
কিসের প্রতিযোগীতা শুরু হয় বিনা কারণে,
মুর্তি ভাঙার খেলায়, এ কেমন সাম্যের গানে মেতে উঠে
ভাল মানুষেরা?
মুর্তির মাঝে ঈশ্বর থাকে না তাই?
নাকি মানবতার নিরবতা?
নাকি প্রয়োজনের তাগিদে সাম্যের গান?
তারিখঃ১১.১০.১৫
ঢাকা।