রোজ তো রোদ বৃষ্টি হয়ই,
ভ্যবসা গরম ও সয়ে যাচ্ছি দিনের পর দিন।
সমস্যায় পড়ছি খাওয়ার টেবিলে অথবা
দেনা-পাওয়না শোধরানোর জায়গায়।
এক কথা বারবার বলতে ও শুনতে বিরক্তিই লাগে
বিশ্বাসের অনুভবে তা বুঝি, এক খাবার কতবার
খাওয়া যায় বলুন?
বউ পিটিয়ে হাত শান্ত করার রেওয়াজ-রয়েই
গেল আজো বাঙালী সমাজে-
দিন বদলেছে সত্যি কথা, দিন বদলেছে কেবল
প্রযুক্তির অযৌক্তিক ব্যবহারের ক্ষেত্রে-
বাকি সব একঘেয়েই রয়ে গেল-নির্যাতন,নিপীড়ন।
প্রেমের বিরল উদাহরণ দু’একটা মেলে না তা বলছি না
বাকি সব ইলেক্ট্রিক বাতির মত কেটে যায়
আর বদলাতে হয়।
মূল্য বেড়েছে সবকিছুর-আরো একটু কমে দাঁড়িয়েছে
জীবনের মূল্য।
এসব কিছু এক ঘেয়ে আর লাগে না কারো।
ঘণ ঘণ দল বদল, কথা বদল
অভ্যাসে পরিণত আমরা।
তারিখঃ১০।১০।১৫
ঢাকা।