পুরোনো বিকেলগুলো পায়ের তলায়
মচমচ করে পিষে যায় ঝরে পড়া শুকনো পাতার মত।
উড়ে যায় ধুলো, উড়ে যায় গুঁড়ো হওয়া পাতা, তবু
পায়ের ভরের একটা ছাপ মাটিতে রয়ে যায় ক্ষণিকের
জন্যে হলেও।
বলো, পেরেছো কি মলিন করে দিতে তোমার আমার-
স্মৃতিগুলো।
আমি বার বার ফিরে আসি, হয়ত আসব-
গ্রীষ্ম, বর্ষা,শরৎ, শীত, হেমন্ত, বসন্তের মত
ফেলে আসা বিস্মৃত স্মৃতিগুলোকে মনে করিয়ে দিতে।
জানি হাত ধরেছ অন্য কারো-
তবু তার আগে যে ও হাত আমার হাতে ছিল।
কত জল্পনা, কল্পনার আল্পনা এঁকেছিলাম দু’জনে
বিশ্বাসের নিঃশ্বাস স্পর্শ করেছিলাম-মুক্তি পেয়েছিলাম ভালবেসে।
তারিখঃ০৭।১০।১৫
ঢাকা।