আমি প্রতিদিন আসি যাই তোমাদের ঠিকানাতে,
আসি আর যাই।
কখনো দাঁড়াই না, অপেক্ষাও করি না কারো সাক্ষাতের।
বেভুলো মন, উদাস থাকে অথবা কোন
প্রয়োজনেই এ আসা যাওয়া।
তবু প্রয়োজন মেটাতে পারিনা, বলতে পার অক্ষমতা বা ব্যর্থতা।
তোমাকেও দেখি অপরিচিতের মত। ভারি সুন্দর তুমি ও তোমার
চোখ, না বলেও অজস্র কথা বলে তোমার ঠোঁট-
আর পথচলা....মুগ্ধ হয়ে চেয়ে থাকি বাতাসের গন্ধে।
দেখতে, দেখতে আমি ফিরে আসি, আবার দেখতে ফিরে যাই।
ভাবতে পার অনাবশ্যক। হয়ত তাই, অনাবশ্যকই-
যে ভাল লাগা ভাষা পায়না প্রকাশের, তা অনাবশ্যকই ভাল।
আজো তাই ফিরে এলাম-
ফিরে এলাম তোমার পথ থেকে.........
এ আসা যাওয়া বন্ধ করতে চেয়েছি মনে মনে।
শেষবার একটি চিরকুট, সাথে গোলাপের কয়েকটি পাপড়ি
নিয়ে গিয়েছিলাম। আর কোনদিন ফিরে আসব না বলে।
প্রতিদিনের আসা যাওয়া শেষ করব বলে।
তারিখঃ০৬।১০।১৫
ঢাকা।