তুমি পথ ভুলে হাঁটলেও আমি চেয়েছি ঠিক পথে চলতে
তবু তোমার টানে সেই ভুল পথ রোধ করতে
পারলাম কই।
তোমার ভালবাসার নাটাই হেঁচকা টানে আমাকে
ঘুড়ির মত তোমার কাছেই আনে।
তবু কেন বলতো আরো আরো দূরে থাকতে চাও?
কি সুখ পাও?

খোলা আকাশে ঘুড়ি ওড়াতে তোমার এত ভাল লাগে
বলোতো ঘুড়িটার কেমন লাগে?

শুধু বন্ধন ছেঁড়ার টানে দাপাদাপি করেই মরে।

এ কেমনতর ভালবাসা তোমার?
ছাড়তে ও পারো না, কাছে আসতেও না

যদি কোনদিন ঝড়ো হাওয়া গায়ে এসে লাগে, জেনে রেখো
সেদিন তুমি আমাকে হারাবে, হারাবে আমাকে-
চিরদিনের মত।

শুন্য হবে তোমার নাটাই ধরা হাত-
সারাদিন খালি খালি লাগবে তোমার,
বিষণ্ণতা ধরবে ঘিরে-
আর কোনদিন আমি আসব না, আসব না আর ফিরে।

তারিখঃ ২০।০৯।১৫
ঢাকা।