রাতের আকাশ ছুঁয়ে কোনদিন ভেজা মেঘ
শুয়েছিল কাশের বিছানায়
শিউলির গন্ধমাখা সমীরে প্রেমের আবেগ
শেষ রাতের সুর শোনায়
রাত পাখি উহু ডাকে কৃষ্ণ রাতের আড়ালে
অনাহারী স্বপ্ন জেগে রয়
তুমি আমি নিশ্চই দূরের পথের যাত্রী হয়ে
হেঁটে চলি দূর সীমানায়।
রাতের আকাশ ছুঁয়ে কোনদিন ভেজা মেঘ
শুয়েছিল কাশের বিছানায়

কাশ পাতা বারি ঝরায় শিশিরের কান্না চুয়ে
অত বেশি কোনদিন বুঝিনি
রাতের আকাশ সাদাই থাকে রাত রঙ মাখাতে
সে কোনদিন পারেইনি
আমার বিন্দু মনের প্রেম শিহরণ কোনরূপে
তোমাকে কি শিহরিত করেনি?

আজো কি তুমি কাশ বিছানা, ঘাস বিছানা
বিভেদ ভুলতে পারোনি?

ফিরে দেখ কোন দিন ভেজা মেঘ নামে যদি
শিউলি তলে
তোমাকে হারালেও কোনদিন তোমাকে
যাব না ভুলে।

তারিখঃ১৯।০৯।১৫
ঢাকা।