দেখ রাত চুপচাপ সুয়ে আছে বিছানায়
আমি শুধু ঘুমহীন রাতজাগা জোসনায়
ক্লান্ত এ শরীরে ঘুম চায় অতিশয়
নিথর চোখে ঘুম কাটা জলে যায়
আঁধারের কালো রাত ঘুমে রয় নিরালায়
আশাহীন ব্যাথা নিয়ে নির্ঘুম চোখ পুড়ায়
দিশা হীন স্বপ্নরা শুধু যে ভাবায়
তারা গুলো বলে শুধু হায় হায় হায়