মিঠেকড়া মিষ্টির দিন ফুরিয়েছে আজ কতদিন...
অনবরত ছুটাছুটির এই দুঃসময়ে-সিরিয়া থেকে
হাঙ্গেরী।
মানুষের দায় তো মানুষের উপরই বর্তায়
না কি?
না, তাও ঠিক নয়.........কেবল দায় এড়িয়ে
যাওয়াটাই ঠিক।
দুপুরের রৌদ্রে ক্লান্ত শরীরে মিঠের চেয়ে লবণাক্ত স্বাদই
বেশি শরীর জুড়িয়ে দেয়।
তা যদি না হবে সমুদ্রের বেলাভুমিতে লবনের স্বাদ
পেতে আয়নাল মুখথুবড়ে পড়ে থাকবে কেন?
বিশ্বমানবতার নোনা স্বাদ পেয়েছে আয়নাল
ভাল লেগেছে তাই ঢেউ তরঙ্গের বালু চরে চিরদিনের জন্য
ঘুমিয়ে রইল।
এ হল মডার্ন সিভিলাইজেশন, এ হল আজকের বিশ্ব
আদিমতা থেকে উঠে আশা নব বিশ্বের চিত্রপট।
সুখের বিয়োগ আর দুঃখের যোগে............
কবি আয়নালকে হত্যা করা হল, সভ্যতার অগ্রদূত আয়নালকে
হত্যা করা হল, প্রকৌশলী আয়নালকে হত্যা করা হল,রাজনীতিবিদ
আয়নালকে বালূভূমিতে পুতে হত্যা করা হল-
অথবা একজন সঙ্গীত শিল্পীর মৃত্যু হল অকালে
বিশ্ববিবেক নাকি নড়েছে....
কি জানি..
আর কত আয়নাল এভাবেই ঝরে যাবে
আর কত দ্রোহের আগুন জ্বলবে
চোখের জলের লবণাক্ত স্বাদ নিতে...।
তারিখিঃ10.09.15
ঢাকা।