ঘোমটা সরা মা জননী মুখটা দেখি তোর
কপাল জোড়া সিঁদুর ফোটা চাঁদ রাতের ভোর
অমন তোর মুখের হাসি করিস নারে ঘোর
ক্লান্ত চোখে মলিন চাওয়া দুঃখ লাগে মোর
আয় আমার মা জননী নে না মোরে কোলে
কাজের ছলে যাস নারে মা তুই মোরে ভুলে
দোলনা ধরে দুলাবি তুই গাইবি ঘুমের গান
তোর মুখের সুধা আমায় জুড়িয়ে দেবে প্রাণ
তোরই বুকে হাসবো আমি করবো ছলা কল
চুপটি রবে তোরই চোখে পুকুর ভরা জল
তোরই হাতে দুধমাখা ভাত আমার মুখে লবো
আঁচল তলে চুপি চুপি লুকিয়ে আমি রবো
দূর পালাবো ধরবি আমায় ছুতে পারবি নাগো
সারা দিবস অতল জ্বালা জ্বালাবো তোরে মাগো
Date:03.09.15
Dhaka