মাগো,
মাঝে মাঝে তোমায় মনে পড়ে,
ভীষণ মনে পড়ে তোমায়।
তুমি যেন ছবির মত ভেসে আসো-
আমার চোখের পরে।
মাগো মনে হয় তুমি আছো
এখনি আমায় ডেকে বলবে
“খোকা তোর বড় বাড় বেড়েছে
মায়ের কথা শুনছিস না মোটে।”
ও মা, সত্যি আমি যেন ভয়ে ভয়ে বাড়ী ফিরি

মাগো,
ফিরে যখন তোমায় দেখতে না পাই
আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করে, মাগো আমার বড় কান্নাপায়
আমি কাঁদতে পারি না।
মাগো, এখন আমায় কেউ শাসন করে না।

মা,
তোমাকে আমার বড় দেখতে ইচ্ছে করে।
ইচ্ছে করে তোমার বুকে মাথা রাখতে,
তোমার মুখের বকুনি শুনতে।
কি করব মা? আমি মুখ লুকিয়ে কাঁদি
কেউ দেখতে পায় না।

মা,
তুমি জান মা, আমি কত সুখে আছি?
মা, তোমাকে বলা হয়নি আমার একটা নতুন মা এসেছে
আমার...আমার বাবা আবার বিয়ে করেছে।
মা, এসব আমি সহ্য করতে পারি না,
তোমার জায়গায় আমি কাউকে ভাবতে পারি না

তবুও মা ভাল আছি,
সে মায়ের মুখে থাকে হাসি
আমার জন্য ভেবো না মা
আমি অনেক ভাল আছি
মা, তোমাকে কত স্বপ্ন দেখিয়েছি, মাগো কত আশা দিয়েছি
তার কিছুই করতে পারিনি ,শুধু তোমায় কষ্ট দিয়েছি
আমার জন্য বাবা তোমাকে কত বকেছে....

মা,আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাবে?
এখানে আমার থাকতে ইচ্ছে করে না
মাগো আমায় তুমি নিয়ে যাও। আমি তোমার ভিরু সন্তান
কোন কাজে লাগি না,আমার বাঁচতে ইচ্ছে করে না
মাগো, এ ভূবনে তুমি ছাড়া কেউ যে আমায়
খোকা বলে ডাকে না
জড়িয়ে ধরে কেউ তো আমায় বলে না,
আমার মধু পাগোল, ওরে আমার বোকা
তুই যে আমার জীবন, তুই যে আমার খোকা।

তারিখঃ ৩১/০৮/১৫
ঢাকা।